কটিয়াদী প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২৮ জানুয়ারী) দুপুর ২টায় কটিয়াদী উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশতাকুর রহমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ও আচমিতা ইউপি’র চেয়ারম্যান মতিউর রহমান মতি প্রমুখ।
এসময়ে বক্তারা স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের উদ্বোধন ও বিশেষ গুণাবলী নিয়ে আলোচনা করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।