কটিয়াদী প্রতিনিধিঃ
কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে নির্বাচিতরা হচ্ছেন- সভাপতি – ফজলুল হক জোয়ারদার আলমগীর ( যুগান্তর),সহ সভাপতি-ফখর উদ্দিন ইমরান ( নয়া দিগন্ত),সহ সভাপতি-নজরুল ইসলাম মজিব (ভোরের পাতা),সাধারণ সম্পাদক-রফিকুল হায়দার টিটু (মানবজমিন) যুগ্ন সাধারণ সম্পাদক-মাসুম পাঠান (যায়যায়দিন),সাংগঠনিক সম্পাদক-মাইনুল হক মেনু (সিএনএন বাংলা টিভি),অর্থ সম্পাদক-দর্পন ঘোষ (বাংলাদেশের আলো),দফতর সম্পাদক-আতিকুর রহমান কাযিন (খোলা কাগজ),(পূর্ণাঙ্গ কমিটি কয়েক দিনের মধ্যে গঠন করা হবে),ইউনিটির অন্যান্য সদস্যগণ হচ্ছেন-@ মোবারক হোসেন (এশিয়ান টিভি),@ একলাছ উদ্দিন (বিজয় টিভি),@ মাছুম বিল্লাহ তাহের (ময়মনসিংহ প্রতিদিন),@ মো. নজরুল ইসলাম (আজকের দেশ ),@ ওবায়দুল্লাহ আকন্দ ভূবন (আনন্দ টিভি),@ আজিজুল হক জোয়ারদার (দৈনিক নয়া শতাব্দী),@ মুজাহিদ বিন জালাল (আজকের পত্রিকা),@ মো. খায়রুল ইসলাম (দৈনিক গণমুক্তি),@ মিজানুর রহমান (দৈনিক আজকালের খবর),@ সাইদুর রহমান নাঈম (দৈনিক দেশ বাংলা),@ মিয়া মোহাম্মদ সিদ্দিক (দৈনিক বাংলা সময়),@ মো. আল আমিন (দৈনিক বিজনেস বাংলাদেশ),@ মো. সাইফুল ইসলাম (বাংলাদেশ টুডে, আলোকিত বাংলাদেশ)
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।