হাবিবুর রহমান বিপ্লবঃ
করিমগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (১ জানুয়ারি) বিকালে বর্ণাঢ্য র্যালি শেষে করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার।
কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও করিমগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক হানিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সজল সরকার, করিমগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক কনক, যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম, যুগ্ম আহ্বায়ক নূরে আলম রাসেল, করিমগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের অন্যতম নেতা সালমান, গোলাম রাব্বানী প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে ছাত্রদলের সুবর্ণ সময়ের ইতিহাস ও নিকট অতীতের ইস্পাত কঠিন দৃঢ়তার কথা তুলে ধরেন। ১৯৯০ ও ২০২৪ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।