বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান এবং অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
আজ রবিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ইটনা উপজেলা বিএনপি’র উদ্যোগে ইটনা পুরানবাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি এসএম কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন ও যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম জুয়েল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাবিবুল হান্নান, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এম এ সালেক, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক নূরুল ইসলাম অপু, সিহাব উদ্দিন টিপু, সাইফুল ইসলাম ও দিলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আজাদুর রহমান সুজন, সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম সুমন, কলেজ ছাত্রদলের সভাপতি মো. রকিব মিয়া প্রমুখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে আনিত মিথ্যা অপবাদ আর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে প্রতিবাদ জানায়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।