নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া, সুধী সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টম্বর) সকাল ১০ টায় ইটনা পুরান বাজার বালুর মাঠে উপজেলা জামায়াতের আমির হাফেজ আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া, আলোচনা ও সুধী সমাবেশ তথা পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মসলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মোঃ রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবি’র সাবেক ছাত্রকল্যান সম্পাদক বিশিষ্ট আইনজীবী ইটনা কৃতিসন্তান এড, শেখ রোকন রেজা।
ইটনা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও: শফিকুল ইসলাম এবং উপজেলা জামাতের সহ সম্পাদক মাও: হাফেজ নুরুল্লাহর সঞ্চালনায় সমাবেশে
বক্তব্য রাখেন জেলা জামাতের সহকারী সেক্রেটারী সাংবাদিক শামছুল আলম সেলিম, জেলা জামাতের বায়তুল মাল সম্পাদক মোসারফ হোসেন লোকমান, ইটনা উপজেলা জামাতের সেক্রেটারি মাও: আব্দুস সালাম, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ আল মুবিন, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি শাহরিয়ার শাকিল, ইটনা উপজেলা শিবিরের সভাপতি তানবীর আহমেদ প্রমূখ।
বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের অমানবিক জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে বক্তারা বলেন, গত ১৬ বছর জামায়াত ইসলামির উপর যে দলীয় এবং রাষ্ট্রীয় জুলুম নির্যাতন করার পরও আল্লাহর রহমতে ঠিকে আছে। এই অত্যাচারে আওয়ামী লীগ ৭ দিনও ঠিকবে না।সর্বোপরি আসমান-জমিন যার, আইন চলবে তার। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ন নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে জামায়াত ইসলামী বদ্ধপরিকর। সর্বোপরি সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে নিজের জান-মাল নিয়ে এগিয়ে আসার আহবান জানান।
পরিশেষে ইটনা উপজেলা জামাতের আমির হাফেজ আবুল হোসাইনের দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।