1. admin@haortimes24.com : admin :
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় এ যাবৎকালের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত - হাওর টাইমস ২৪
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মিঠামইনের হাওরে ধান কাটা উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জের নিকলীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামি গ্রেফতার দুই লাখ টাকায় মুক্তি পাওয়ার সংবাদ প্রকাশের পর ডিবির এসআই দেলোয়ার হোসেন ক্লোজ দুই লাখ টাকার বিনিময়ে পাঁচঘন্টা পর ডিবি পুলিশের হাত থেকে মুক্তি মুদি দোকানির করিমগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে জিম্মি করে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে খেয়াঘাট দখলের অভিযোগ কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইসরায়েলের বিরুদ্ধে কিশোরগঞ্জে ব্যাপক বিক্ষোভ মিছিল ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস এর উদ্যোগে কিশোরগঞ্জে ব্যাতিক্রমী ঈদ শোভাযাত্রা অনুষ্ঠিত শোলাকিয়া ঈদগাহে মাওঃ ফরিদ উদ্দিনকে ইমাম নিয়োগ ছিল অবৈধঃ হাইকোর্ট সরকারের কাছে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে, খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার
শিরোনাম
মিঠামইনের হাওরে ধান কাটা উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জের নিকলীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামি গ্রেফতার দুই লাখ টাকায় মুক্তি পাওয়ার সংবাদ প্রকাশের পর ডিবির এসআই দেলোয়ার হোসেন ক্লোজ দুই লাখ টাকার বিনিময়ে পাঁচঘন্টা পর ডিবি পুলিশের হাত থেকে মুক্তি মুদি দোকানির করিমগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে জিম্মি করে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে খেয়াঘাট দখলের অভিযোগ কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইসরায়েলের বিরুদ্ধে কিশোরগঞ্জে ব্যাপক বিক্ষোভ মিছিল ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস এর উদ্যোগে কিশোরগঞ্জে ব্যাতিক্রমী ঈদ শোভাযাত্রা অনুষ্ঠিত শোলাকিয়া ঈদগাহে মাওঃ ফরিদ উদ্দিনকে ইমাম নিয়োগ ছিল অবৈধঃ হাইকোর্ট সরকারের কাছে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে, খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় এ যাবৎকালের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১৯৯ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় এ এযাবৎকালের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। উক্ত ঈদুল ফিতরের জামাতে ইতিহাসের স্নরনকালের সবচেয়ে বেশি গণজমায়েত হয়েছে। প্রায় ৬ লাখেরও বেশি মুসলিম উপস্থিত ছিলেন বলে অনুমান করা হচ্ছে।

চমৎকার আর অনুকুল আবহাওয়া থাকায় ভোর থেকেই মুসল্লিদের স্রুত নামে শোলাকিয়া ঈদগাহ মাঠে । ১৯৭ তম উপমহাদেশের অন্যতম বৃহত্তম ও প্রাচীন ঈদগাহ শোলাকিয়ায় এবার অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের ঈদ জামাত।

পূর্বের ঘোষণা অনুযায়ী সকাল ১০ টায় ঈদ জামাত শুরু হয়। ঈদের নামাজের জামাতে ইমামতি করেন কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শোয়াইব বিন আব্দুর রউফ।

শোলাকিয়া ঈদগাহের রীতি অনুযায়ী জামাত শুরু হওয়ার আগে শটগানের গুলি ফুটিয়ে জামাত শুরু করা হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ শটগানের গুলি ফুটিয়ে জামাত শুরুর ঘোষণা দেন। সকাল সাড়ে ৯ টার মধ্যেই শোলাকিয়া ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপরও দলে দলে মুসল্লি আসতে থাকেন। মাঠের ভিতরে জায়গা না পেয়ে অসংখ্য মুসল্লি পাশের সড়ক, সেতু, বহুতল বিল্ডিংয়ের ছাদসহ অলি গলিতে নামাজ আদায় করেন। প্রায় ৬ (ছয়) লাখ মুসল্লি এবার শোলাকিয়ায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবারের ন্যায় এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা শোলাকিয়ায় এসেছেন। দূরের মুসল্লিরা ঈদের দু-একদিন আগেই এসে অবস্থান নেন শোলাকিয়া ঈদগাহের মিম্বর, আশেপাশের বিভিন্ন মসজিদ, হোটেল এবং আত্মীয় স্বজনের বাড়িতে। দূরের যারা ঈদগাহের মিম্বরে এসে অবস্থান নেন, তাদেরকে ঈদের আগেরদিন ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী।

নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা ও দেশের কল্যাণে নিবেদিত প্রাণ ব্যক্তিদের জন্য দোয়া করা হয়। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দয়া কামনা করে মোনাজাত করা হয়।

শান্তিপূর্ণ পরিবেশে ঈদজামাত অনুষ্ঠানের লক্ষ্যে আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। নির্বিঘ্নে ঈদ জামাত সম্পন্ন করতে শোলাকিয়া ঈদগাহে চারস্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ড্রোন ক্যামেরা, বাইনোকুলারসহ পাঁচ প্লাটুন বিজিবি, র‌্যাব, দেড় হাজার পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়।

এ ছাড়াও মাঠে ছয়টি ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামেরা দ্বারা পুরো মাঠ মনিটরিং করা হয়। প্রতিটি মুসল্লিকে তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হয়।

এ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সার্বক্ষণিক মোতায়েন ছিল। বোম্ব ডিসপোজাল ইউনিটসহ পুলিশের কুইক রেসপন্স টিমও প্রস্তুত রাখা হয়। স্কাউটস সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।

দূরের মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন ময়মনসিংহ টু কিশোরগঞ্জ ও ভৈরব-টু কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানান। জেলা প্রশাসক জানান, এবার স্মরণকালের বৃহত্তম ঈদজামাত অনুষ্ঠিত হয়েছে শোলাকিয়ায়।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগাহের কাছে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের চেকপোস্টে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের দুজন কনস্টেবল আনসারুল হক ও জহিরুল ইসলাম, স্থানীয় গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক ও আবির রহমান নামে এক জঙ্গি নিহত হন।

জঙ্গি হামলার পর থেকেই প্রতি বছর ঈদেরদিন শোলাকিয়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

অনুসন্ধানে আর ইতিহাসে জানা যায়, মসনদ-ই-আলা ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান হযরত খান বাহাদুর কিশোরগঞ্জে জমিদারী প্রতিষ্ঠার পর ইংরেজি ১৮২৮ সনে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্বপ্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় ৭ একর জমির উপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন।সে বছর ওই ময়দানে অনুষ্ঠিত প্রথম জামাতে সোয়া লাখ মানুষ অংশ নেওয়ায় মাঠের নাম হয় ‘সোয়া লাখি মাঠ’।

সেখান থেকে উচ্চারণের বিবর্তনে আর কালের পরিক্রমায় নাম ধারণ করেছে আজকের ‘শোলাকিয়া’। প্রায় সাত একর আয়তনের মাঠটিতে নামাজ আদায়কারীদের জন্য ২৬৫টি সারি আছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST