কিশোরগঞ্জের করিমগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ
ডাচ বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে, দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকার তত্বাবধানে হাফেজ এডভোকেট কামাল উদ্দীনের এর উদ্যোগে ও এলাকার যুব সমাজের সহযোগিতায় “গ্রামীণ হতদরিদ্র অবহেলিত অস্বচ্ছল জনগোষ্ঠীর চক্ষু সেবার ব্রতকে” সামনে রেখে বিনামূল্যে চক্ষু শিবির, ছানি বাছাই ও অপারেশন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৭জুন) সকাল ৯টায় করিমগঞ্জ উপজেলার জয়কা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু শিবির, ছানি বাছাই ও অপারেশন ক্যাম্পিং উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
উদ্বোধনী বক্তব্যে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, চল্লিশোর্ধ্ব যেকোন ব্যক্তির চোখে ছানি পড়ার কারণে অন্ধত্ববরন করায় চোখে দেখতে পাননি। ছোট্ট একটি উদ্যোগ নিলেই দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব। সেই দৃষ্টিভঙ্গি থেকেই দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এ চক্ষু শিবিরের আয়োজন করেছেন।
তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় অর্থের অভাবে অসহায় দরিদ্র মানুষ চিকিৎসা নিতে পারেনি। তাই বিনামূল্যে এ চক্ষু শিবির, ছানি বাছাই ও অপারেশন ক্যাম্পিং। প্রত্যাশা করছি এ চক্ষু শিবিরের উদ্যোগে অনেকেরই দৃষ্টিশক্তি ফিরে পাবে। তাদের জীবনযাত্রা স্বাভাবিকভাবে পরিচালিত হবে। চোখ মানুষের অমূল্য সম্পদ। যে কোনো ব্যাক্তি একবার অন্ধত্ববরন করলে তা আর ফিরিয়ে আনা যায়না। তিনি ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সবাই ধৈর্যের সঙ্গে চিকিৎসা ও পরামর্শ নিতে অনুরোধ জানান এবং আয়োজন কতৃপক্ষকে ধন্যবাদ জানান।
স্বাগত বক্তব্য রাখেন দৃষ্টি উন্নয়ন সংস্থার (ডাস) ঢাকা এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহীন রেজা চৌধুরী।
এ ছাড়া বাছাইকৃত রোগীদের বিনামূল্যে আসা যাওয়া, থাকা খাওয়া, লেন্সসহ ছানি অপারেশন, ঔষধ ও চশমা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যাম্পিংয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিনামূল্যে চক্ষু শিবির, ছানি বাছাই ও অপারেশন ক্যাম্পিং কার্যক্রমে উপজেলার প্রায় পাচঁশতাধিক নারী-পুরুষের চোখের চিকিৎসা দিচ্ছেন ৮ জন চিকিৎসক। এর মধ্যে একশত রোগীকে চোখের অপারেশনের জন্য বাচাই করা হয়েছে। বাচাইকৃত রোগীদের মধ্যে ৫০ জনকে আগামী বরিবার ও বাকী ৫০ জনকে আগামী শুক্রবার দৃষ্টি চক্ষু হাসপাতাল মোহাম্মদপুর,ঢাকায় দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর সার্বিক ব্যবস্থাপনায় এবং ডাচ বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে চোখের অপারেশন করা করা হবে।
উল্লেখ্য যে এটি দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর ২০০ তম ক্যাম্প। ইতিমধ্যে ডাসের সহযোগিতায় ৩৫ হাজার রোগীকে বিনামূল্যে চোখের অপারেশন করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।