নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কাজলা চকপাড়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের খুতবা চলাকালীন কাজলা আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও কাজলা মাঠের সম্মানিত খতিব, বীর মুক্তিযোদ্ধা আবু তৈয়ব মোহাম্মদ নুর উদ্দিন (রাহিমাহুল্লাহ) প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদের মাঠে নসিহত মূলক বয়ান দিচ্ছিলেন।বয়ান চলাকালীন তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
ঈদ জামাতে কাজলা আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও কাজলা মাঠের সম্মানিত খতিব, বীর মুক্তিযোদ্ধা আবু তৈয়ব মোহাম্মদ নুর উদ্দিন (রাহিমাহুল্লাহ)’ র মৃত্যুতে এলাকায় ঈদ আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজ আজ বিকেল ৫.৩০মিনিটে কাজলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে
মহান আল্লাহ তায়ালা দ্বীনের এই রাহবারকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আল্লাহুম্মা আমীন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।