নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামি শাহ আলম ওরফে আলম মেম্বারকে (৫০)কে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ।
বুধবার রাত পৌনে ১০ টার দিকে নিকলী উপজেলার গুরুই বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শাহ আলম ওরফে আলম মেম্বার ছেত্রা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিরা নিকলী আওয়ামী লীগ অফিস থেকে বের হয়ে মিছিলে হামলা চালায়। এতে অনেকেই আহত হন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও হামলা চালয়ে ভাঙচুর করে।এ ঘটনায় নিকলী থানায় মামলা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে আসামি শাহ আলম ওরফে আলম মেম্বারকে গ্রেফতার করা হয় বলে জানান নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।