কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া আঞ্চলিক সড়কে ট্রাকের চাপায় রিপন মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে গাজীপুর থেকে কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পাকুন্দিয়া মরুরা এলাকায় উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর বাড়ির সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
রিপন মিয়া পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।আহতরা হলো একই এলাকার রফিক মিয়ার ছেলে মোমেন মিয়া(২২), আঃ আলীর ছেলে মোজাম্মেল হক (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু। তিনি জানান, বৃহস্পতিবার সকালে গাজীপুর থেকে মোটরসাইকেলে করে রিপনসহ তিনজন গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে পাকুন্দিয়া উপজেলার মরুরা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আহত অপর দুই আরোহী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ওসি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।