বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল হাওরে সেচপাম্পের বৈদ্যুতিক টান্সফর্মার চুরির ঘটনায় ৪ চোরসহ টান্সফর্মারের খণ্ডাংশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২২ মার্চ) ইটনা, অষ্টগ্রাম ও করিমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ইটনা উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম গ্রামের আওলাদ হোসেনের ছেলে মোঃ সায়েম (২২), একই ইউনিয়নের বড়হাটির গ্রামের সোনা উল্লাহ ছেলে মাইনুল ইসলাম (২৬), নয়াহাটি গ্রামের সিজিল ঠাকুরের ছেলে মোঃ লিটন ঠাকুর (২৫) ও কিশোরগঞ্জ সদর উপজেলার তেরহাসিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে জুয়েল মিয়া (৩৭)।
থানা পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার কাস্তুল ইউনিয়নের হাওরে একটি সেচপাম্পের তিনটি টান্সফর্মার চুরি হয়। এই ঘটনায় মামলা দায়ের হলে উদ্ধার অভিযান শুরু করে অষ্টগ্রাম থানা পুলিশ।
শুক্রবার গোপন খবরের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে, ইটনা উপজেলার বড়িবাড়ী ফেরীঘাট থেকে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফর্মারের ৬টি তামার কয়েল ও চোরাই পণ্য পরিবহনে জড়িত ব্যাটারী চালিত একটি অটোরিক্সা এবং অষ্টগ্রামের ভাতশালা হাওরের ভুট্টাখেত থেকে ট্রান্সফর্মারের ৩টি খালি টাংকি (ঢাকনাসহ) উদ্ধার ও জব্দ করা হয়।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বুধবার মামলা দায়েরর পর অভিযানে নামে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।