হোসেনপুর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে একটি মসজিদের অযুখানা থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোররাত ১ টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের একটি মসজিদের অযুখানা থেকে নবজাতক ছেলে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাত ১টার দিকে মসজিদের অযুখানায় নবজাতক শিশুটিকে কেউ রেখে যায়। পরে তার কান্না শুনে স্থানীয়রা সেখানে গিয়ে এক নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখে।
এ ঘটনায় স্থানীয়রা হোসেনপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে ওই নবজাতককে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১ টার দিকে হোসেনপুর থানা পুলিশের সহযোগিতায় নবজাতক শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতক শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।