নিজস্ব প্রতিনিধিঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আজ কিশোরগঞ্জ জেলার ৪ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৭ প্রার্থীর মধ্যে জনগনের ভোটের লড়াইয়ে ভাগ্য নির্ধারিত হবেন কারা বিজয়ী হবেন।
বুধবার (২৯ মে) কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন, করিমগঞ্জ ও তাড়াইল এই চার উপজেলার জনগন তাদের পছন্দের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের ভোটের লড়াইয়ে বিজয়ী করবেন।
নির্বাচনী ৪ উপজেলায় চেয়ারম্যান পদে ইটনায় ৫ জন, মিঠামইনে ৩ জন, করিমগঞ্জে ৮ জন ও তাড়াইলে ২ জন প্রার্থী চুড়ান্ত ভোট যুদ্ধের মাধ্যমে বিজয়ী হবে এমনটিই প্রত্যাশা সকলের।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ইটনায় ৬ জন, মিঠামইনে ৫ জন, করিমগঞ্জে ৪ জন এবং তাড়াইলে ৭ জন প্রার্থী চুড়ান্ত ভোট যুদ্ধের ভাগ্য নির্ধারিত হবে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ উপজেলার মধ্যে ইটনায় ৩ জন, মিঠামইনে ৩ জন, করিমগঞ্জে ৪ জন এবং তাড়াইলে ৭ জন প্রার্থী হিসেবে চুড়ান্ত ভাগ্য নির্ধারিত হবে আজ।
সচেতন পর্যবেক্ষক মহলের ধারণা, চার উপজেলার জনগন আগামী ৫ বছরের জন্য ৫৮ প্রার্থীদের মধ্য থেকে ১২ জনকে তাদের উপজেলার জনপ্রতিনিধি নির্ধারণে নিশ্চয়ই সময়োপযোগী ও উন্নয়ন এবং জনতার বিপদে যিনি পাশে থাকবেন এমন প্রার্থীদেরই বিজয়ী করবেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।