কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকনের অন্ধ সমর্থকদের হামলায় চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জজকোর্ট প্রাঙ্গনে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ২৬ নভেম্বর চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংর্ঘষের সময় ইসকনের অন্ধ সমর্থকদের হামলায় চট্টগ্রাম জজকোর্টর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি জজকোর্টের পিপি এ্যাড. মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জিপি এ্যাড. জালাল মোহাম্মদ গাউস, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম মোল্লা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট এ কে এম মঞ্জরুল ইসলাম জুয়েল, কিশোরগঞ্জ সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপি নেতা এ্যাড. শরীফুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এম এ সায়েম মজুমদার, এ্যাড. শফিউজ্জামান শফিসহ অর্ধশত আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।