মোঃ মিজানুর রহমান রিপন:
“বৈষম্যপূর্ণ পারিবারিক আইন পরিবর্তন করি, নারী অগ্রসরতায় বিনিয়োগ বৃদ্ধি করি” প্রতিপাদ্যকে সামনে রেখে এডাব কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায়
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে আন্তর্জাতিক নারী দিবস পালনে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় পারিবারিকভাবে নারীদের এগিয়ে যাওয়া এবং বৈষম্য নিরসনের বিষয়ে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ওয়েপ’র নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের নেতৃত্বে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি মোঃ ফাইজুল হক গোলাপ, আরডিও’র নির্বাহী পরিচালক ও এডাব কার্যকরী কমিটির সদস্য রুবিনা আক্তার রুবি, কালের নতুন সংবাদ ডট কমের সম্পাদক ও উইডু’র সমন্বয়কারী এবং এডাব কার্যকরী কমিটির সদস্য খায়রুল ইসলাম, দৈনিক শতাব্দীর কন্ঠের বার্তা সম্পাদক এম এ আকবর খন্দকার, দৈনিক আজকের দর্পণের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খান লিপন, হাওর ভিশনের নির্বাহী পরিচালক এ জেড আল মুজাহিদ,সাপ্তাহিক শুরূকের নির্বাহী সম্পাদক সাইফুল্লাহ সাইফ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ সোহেল রানা, নির্ভর সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজিজুল হক ফাহিম, ছাত্র আলিফসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।