কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ড্যাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শহরের স্টেশন রোডের ডক্টর’স মিলনায়তন ভবনে ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা এ কর্মসূচির আয়োজন করে।
রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম। রক্তদানের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম।
ড্যাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আহ্বায়ক ডা. মো: মজিবুর রহমানের সভাপতিত্বে এতে অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আমিরুজ্জামান, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট জালাল উদ্দীন, জেলা বিএনপির সাংগঠিনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা.একরাম আহসান জুয়েল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ড্যাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সদস্য সচিব ডা. এস কে এম নাজমুল হাসান ও সাংগঠনিক সম্পাদক ডা মীর সাদ সৈকত।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।