নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করলেন নবাগত জেলা ও দায়রা জজ
এর বিজ্ঞ বিচারক নূরুল আমিন বিপ্লবকে।
আজ সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩ ঘটিকায় আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী সমিতির পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ফুলের তোড়া দিয়ে বিজ্ঞ বিচারককে বরণ করে নেন সর্বস্তরের আইনজীবীবৃন্দ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ শহীদুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জজকোর্টের বিজ্ঞ বিচারক বৃন্দ, চীফ জুডিসিয়াল আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, সহকারী পাবলিক প্রসিকিউটর এবং বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ।
বিজ্ঞ বিচারক নূরুল আমিন বিপ্লব সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল সিলেট থেকে বদলী হয়ে গতকাল (৭ জুলাই) কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।