নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে প্রতিধ্বনি থিয়েটারের বীরাঙ্গনা সখিনা মঞ্চায়ণ হয়েছে।
শনিবার (৫ জুলাই) জেলার অন্যতম নাট্য সংগঠন প্রতিধ্বনি থিয়েটারের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মৈমনসিংহ গীতিকার অন্তর্গত লোকজ পালা অবলম্বনে বীরাঙ্গনা সখিনা নৃত্যনাট্য মঞ্চায়ণ করা হয়। নাটকটি উৎসর্গ করা হয় কিশোরগঞ্জ জেলার নন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত সন্দীপ রায় এর নামে।
কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত নাটক পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি নাট্যশিল্পী আবু জাবিদ ভূঞা সোহেল।
নাট্যানুষ্ঠানের প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি সরকারি গুরুদয়াল কলেজের সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল ও জেলা কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুর।
অতিথিবৃন্দ জেলার শিল্প সাহিত্য, সংস্কৃতির সমৃদ্ধ অতীত ও বর্তমান প্রেক্ষাপট বিষয়ে বক্তব্য প্রদান করেন। আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিনিয়র সাংবাদিক মু,আ, লতিফ, নাট্যশিল্পী ও নির্দেশক আব্দুল ওয়াহাব, সঙ্গীতশিল্পী আবুল হাশেম, সংস্কৃতি সংগঠক জিয়াউর রহমান প্রমূখ।
নাট্যানুষ্ঠানে প্রতিধ্বনি থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সদস্য মঞ্চ ও টেলিভিশনের অভিনেতা সাইদুল হক শেখরকে সম্মাননা প্রদান করা হয়। সবশেষে স্বনামখ্যাত নৃত্যশিল্পী সন্দীপ রায়ের গ্রন্থনায় ও তারই ছাত্র তরুণ নৃত্যশিল্পী নাজমুল করিম রুয়েলের নির্দেশনায় মঞ্চায়িত হয় গীতি নৃত্যনাট্য বীরাঙ্গনা সখিনা।
কিশোরগঞ্জ জেলার নৃত্য ও নাট্যাঙ্গনের ২৫ জন শিল্পী বীরাঙ্গনা সখিনা নাটকে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যশিল্পী মাসুদুর রহমান মিলন। মঞ্চালোক নিয়ন্ত্রণে আব্দুর রশিদ কাজল শব্দ নিয়ন্ত্রণ করেন আব্দুল আলিম ও সোহাগ খান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।