কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
অত্যন্ত আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জ জেলার সংবাদপত্র সম্পাদক ও সাংবাদিকবৃন্দকে নিয়ে “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” (বিএমএসএফ) কিশোরগঞ্জ জেলার কমিটির আয়োজনে ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে ।
আজ মঙ্গলবার এ উপলক্ষে জেলা শহরস্থ কালীবাড়ী মার্কেটের ৪র্থ তলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় ও জেলা কমিটির সভাপতি হাকীম মুহা. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাইল নিউজ পোর্টাল “হাওর টাইমস.কম’র সম্পাদক মোঃ খায়রুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক নবধারা বার্তা”র সম্পাদক শহীদুল ইসলাম পলাশ ও মাসিক কালের নতুন সংবাদের সম্পাদক মোঃ খায়রুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনোয়ারুল ইসলাম ভূঁইয়া, দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিন, দৈনিক মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি রঞ্জন মোদক রনি, দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি এ জেড আল মুজাহিদ, দৈনিক দেশেরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি আজিজুল হক রাসেল, সাপ্তাহিক শুরূক পত্রিকার নিজস্ব প্রতিবেদক আলী আসাদ, মাসিক কালের নতুন সংবাদ পত্রিকার নিজস্ব প্রতিনিধি রিতু আক্তার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের নির্যাতন, নিপীড়ন, হত্যার বিরুদ্ধে সাংবাদিক সমাজ দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আহমেদ আবু জাফরের একনিষ্ট আন্তরিক ভূমিকার ভূয়ষী প্রশংসাও করেন।
এছাড়াও বক্তারা রাষ্ট্রীয়ভাবে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।