নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায়।
নিহতরা হলেন বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের দিলবাহারের ছেলে মামুনুর রশিদ মামুন (২৫) ও একই গ্রামের আব্দুল্লাহ আল রাজিবের ছেলে আশরাফুল ইসলাম লাদেন (২০)।
কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, মামুনুর রশিদ মামুন ও তার ভাগ্নে আশরাফুল ইসলাম লাদেন একটি মোটরসাইকেলে করে বাজিতপুর থেকে কিশোরগঞ্জ সদরে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে কামালিয়ারচর এলাকায় অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন নিহত হন।
তাদের মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।