কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে।
বৃহস্পতিবার ৭ নভেম্বর দুপুরে জেলা শহরের পৌরসভার মোড় থেকে একটি র্যালি করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল হোসাইন, ইসমাইল হোসেন মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাদসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরে সিপাহী, জনতা অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ শাসনের দায়িত্ব দেয়। আজ আমরা স্বাধীনভাবে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারছি। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন জনগণের রায়ে বিজয়ী হওয়ার মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।
বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।