নিজস্ব প্রতিনিধিঃ
দ্রব্যমূল্যের উর্ধগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ফ্যাসিষ্ট সরকারের বিচার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে যাওয়ার দাবিতে আগামীকাল কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে জনসভার মাঠের প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমসহ দলীয় নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি এড, জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল, সাংগঠনিক সম্পাদক আসফাক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহাউদ্দীন ভিপি বাহার,
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদে নেভিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী স্টেডিয়াম মাঠে জনসভার প্রস্তুতি কেমন হচ্ছে তা পরিদর্শন করেছেন।
জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আগামীকালের জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা এড ফজলুর রহমান বক্তব্য রাখবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড, শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিসেস লায়লা আক্তার ও শেখ মুজিবুর রহমান ইকবাল।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।