কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে এক বিএনপি নেতাকে বাসাবাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারাসহ মোটা অন্কের চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বিএনপি নেতা মনিরুল ইসলাম শামীম।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের গৌরাঙ্গ বাজারে কিশোরগঞ্জ নিউজ অনলাইন পোর্টাল কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইউনিয়ন বিএনপির এ নেতা।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম শামীমের অভিযোগে জানান, এই বিএনপি নেতাকে বাসাবাড়ি থেকে একটি চক্র উচ্ছেদের পাঁয়তারা করছে। চক্রটি জেলা শহরের নগুয়া শ্যামলী রোডে তার ক্রয়কৃত জায়গা ও বাসাটিতে হামলা- ভাঙচুর চালায় এবং ভাড়াটিয়াকে বাসাটি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয়। এতেও ক্ষান্ত না হয়ে চক্রটি বিএনপি নেতা মনিরুল ইসলাম শামীমকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো শুরু করেছে। এ রকম পরিস্থিতিতে এসবের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মনিরুল ইসলাম শামীম।
জানা যায়, ভুক্তভোগী মনিরুল ইসলাম শামীম জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। তিনি জানান, পাঁচ শতাংশ জায়গার উপর একতলা বাসাসহ জায়গার মালিকের কাছ থেকে ২০১১ সালের ২৭শে ডিসেম্বর সাফ কাওলা দলিলের মাধ্যমে মনিরুল ইসলাম শামীম জায়গাটি কিনে নেন। ব্যবসার কাজে তিনি চট্টগ্রামে অবস্থান করায় বাসাটি তিনি ভাড়া দিয়ে রেখেছেন। কিন্তু গত কয়েক বছর ধরে স্থানীয় একটি চক্র মনিরুল ইসলাম শামীমের কাছে মোটা অংকের চাঁদা দাবিসহ তার বাসাটি বেদখল করার পাঁয়তারা চালাচ্ছে।
এর অংশ হিসেবে গত ৫ই মার্চ তার বাসাটিতে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাসার সিসি ক্যামেরা, নেমপ্লেট ভেঙ্গে ফেলে ও ভাড়াটিয়াকে মারধোর করে। তারা ভাড়াটিয়াকে বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। এছাড়া তারা ভাড়াটিয়ার মোবাইল থেকে তাকে কল করে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় তিনি গত ১২ই মার্চ কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এরপর থেকে চক্রটি তার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালিয়ে আসছে। বিএনপির নেতা হওয়ায় তিনি বাসাটি দখল করে নিয়েছেন, এমন মিথ্যা অভিযোগও তার বিরুদ্ধে করা হচ্ছে। এ রকম পরিস্থিতিতে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসবের প্রতিকার দাবি করেছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।