বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সদস্য মরহুম হাবীবুর রহমান খোকন মেম্বার এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় কিশোরগঞ্জ সদর উপজেলাস্থ কোর্ট শোলাকিয়া, গাছ বাজার এলাকায় উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহিনন্দ ইউনিয়ন বিএনপির আয়োজনে উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর মোল্লা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ ইসরাইল।
এছাড়াও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা উপজেলা সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
বক্তব্যে বক্তারা মরহুম খোকন মেম্বারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাবহ পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন।
মরহুম হাবীবুর রহমান খোকন তিনি মহিনন্দ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ৫ বারের নির্বাচিত মেম্বার ও মহিনন্দ উনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
মহিনন্দ ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতাকর্মী মরহুম খোকন মেম্বারের মৃত্যুতে গভীরভাবে শোকাবহ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।