কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ হরিজন পল্লীবাসীর বাসস্থান উচ্ছেদের প্রতিবাদে ও তাদের দাবী তুলে ধরে মানববন্ধন ও সমাবেশ করেছে হরিজন সম্প্রদায়ের লোকজন।
গতকাল বৃহস্পতিবার (২৭জুন) দুপুরে কিশোরগঞ্জ জেলা সদরের কালীবাড়ী মোড়স্থ রাস্তার উপর মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে কিশোরগঞ্জ হরিজন পল্লীবাসীরা।
কিশোরগঞ্জ হরিজন পল্লীবাসী খোকনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্থানীয় হরিজন পল্লীর নিলয় পাল, উৎপল ভৌমিক, রিপন, মধু, রাজু, নেপাল, সুমন, ও বাবু।
হরিজন পল্লীবাসীর এই কর্মসূচিতে তাদের দাবীর পক্ষে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর ইয়াকুব সুমন।
উক্ত মানববন্ধন ও সমাবেশে তাদের দাবী সমূহ উপস্থাপন করেন। হরিজন নিপীড়িত জাতি-গোষ্ঠী ও জনগণ এক হও, এক হও শ্লোগানে, উপস্থিত হরিজন পল্লীবাসীরা তাদের দাবী জানায়, বংশালে মিরনজিল্লা হরিজন পল্লীর উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে এবং ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক অন্যায়ভাবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে।
বক্তব্যকালে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানায়, হরিজন পল্লীবাসীরা শত শত বছর ধরে বসবাসকারী হরিজনদ্বয়কে তাদের বসবাসকৃত ভূমিতে মালিকানা দিতে হবে, মানসম্মত বসবাস ও জীবিকা নির্বাহের সু-ব্যবস্থা করে দিতে হবে।
এছাড়াও ঢাকা সহ সকল সিটি কর্পোরেশন, পৌরসভাতে চাকরি দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।