নিজস্ব প্রতিনিধিঃ
একদফা দাবি আদায় ও হামলা-মামলার প্রতিবাদে বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে টানা তিনদিনের সর্বাত্বক অবরোধের মধ্যেও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই হরতালের ঘোষণা দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, বর্তমান অনির্বাচিত ফ্যাসিস্ট সরকার পতনের এক দফা দাবি ও মহাসমাবেশে পরিকল্পিত হামলার প্রতিবাদে বিএনপির ডাকা ৭২ ঘন্টা অবরোধের আজ প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরোচিত হামলা চালিয়েছে পুলিশ। পুলিশের গুলিতে নিহত হয় উপজেলা ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া এবং এই ঘটনায় দুই শতাধিক নেতা-কর্মী আহত হওয়ার দাবিও করেন জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে।
এই হত্যাকান্ডের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি আগামীকাল বুধবার (১ নভেম্বর) কিশোরগঞ্জ জেলায় সকাল ৬ টা হতে বেলা ২ পর্যন্ত আধাবেলা সর্বাত্মক হরতাল আহবান করে।
উক্ত হত্যার প্রতিবাদে আগামীকালকের ডাকা অর্ধবেলা হরতাল সফল করার জন্য কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা মোঃ শরীফুল আলম ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীকে হরতাল সফল করার জন্য উদাত্ত আহবানও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।