নিজস্ব প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সাত দিনব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ- ১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, পৌর মেয়র মো. পারভেজ মিয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক কাজী করিম উল্লাহ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।