নিজস্ব প্রতিনিধিঃ
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ জেলাবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলিমদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শিল্পপতি মোঃ শরীফুল আলম।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় শরীফুল আলম বলেন, ঈদুল ফিতরের উৎসব অমাদের সকলকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হানাহানি ও হিংসা-বিদ্বেষ ভুলে মানুষে মানুষে সাম্য, মৈত্রী ও সম্প্রতির বন্ধন দৃড় করে। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে এক আনন্দের বার্তা নিয়ে আসে।
ঈদের আনন্দ আমাদের সবার জন্য সবার তরে। ঈদ ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে অমাদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রতির মেলবন্ধন তৈরি করে। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে আমাদের জীবন পূর্ণতায় ভরে উঠুক।
কিশোরগঞ্জ জেলা তথা ভৈরব- কুলিয়ারচরসহ দেশবাসীর সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনাও করি।
তিনি আরও বলেন আমরা এমন এক সময় ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি যখন বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জালিমের জুলুম আর বহুমাত্রিক মিথ্যা ষড়যন্ত্রের কবল আর বর্তমান আওয়ামী সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় অসুস্থ অবস্থায় গৃহবন্দী আছেন। যিনি সারাটি জীবন জনগণের সুখ দুঃখে সবসময় পাশে থেকেছেন, দেশ, গনতন্ত্র ও উন্নয়নের রাজনীতি ও নেতৃত্ব দিয়েছেন তিনি।
আসুন আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন দেশনেত্রী কে দ্রুত সুস্থতা দান করেন এবং রোগ ও কারা মুক্ত হয়ে দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে পারেন।পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। সেই শুভ কামনায় সবাইকে ঈদ মোবারক।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।