আ.হা. দিনারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার আইনজীবী বিভাগের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উজানভাটি হোটেলের ৫ম তলায় এ্যাড.এসএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সহ সম্পাদক ও ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।
প্রধান আলোচক হিসাবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের মজলিসে শুরার সদস্য এ্যাড. রোকন রেজা শেখ, বাংলাদেশ ল’ ইয়ারস এর কিশোরগঞ্জ জেলা শাখার
সভাপতি এ্যাড. এসএম মাহবুবুর রহমান, এ্যাড. মোসলেহ উদ্দিন সুমন, কিশোরগঞ্জ শহর আমীর মাও. আ. ম.ম আব্দুল হক।
এসময় অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের জামাত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোছাদ্দেক ভূইয়া, জেলা জামায়াতের নায়েবে আমীর ও হয়রত নগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো.আজিজুল হক, সাবেক পিপি অ্যাডভোকেট আবু নাসের মোহাম্মদ সন্ঞ্জু, এ্যাড.আবু সায়েম মজুমদার প্রমুখ।
ইফতার পার্টি সঞ্চালনায় ছিলেন জেলা আইনজীবী বিভাগের সভাপতি এ্যাড. মো. আইয়ুব আলী।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।