কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম কারাগারে থাকায় তাকে সভাপতির দায়িত্ব দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি।
রোববার (১৯ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর কিশোরগঞ্জের ভৈরব থেকে একটি মামলায় কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমকে গ্রেফতার করে ঢাকার গোয়েন্দা পুলিশ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।