কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আংশিক কমিটিতে স্বেচ্ছাসেবক দলের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবু নাসের সুমনকে আহ্বায়ক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ রাব্বানী তৌকিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মো: শহীদুল্লাহ কায়সার শহীদকে সদস্য সচিব করা হয়।
শনিবার রাত সাড়ে ১০টায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, সারাদেশেই আমরা কমিটি দিচ্ছি। সরকার বিরোধী আন্দোলনকে বেগবান করতেই মূলত আমরা এ কার্যক্রম শুরু করেছি।
কিশোরগঞ্জ জেলা কমিটিকে আগামী ১০ দিনের মধ্যেই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।