কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ থিয়েটার ফোরাম (কেটিএফ) নতুন কমিটি গঠিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সময় বিকাল ৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলার ২৬ টি সাংস্কৃতিক সংগঠন নিয়ে গঠিত হয়েছে নতুন কার্যনির্বাহী কমিটি।
কিশোরগঞ্জ থিয়েটার ফোরাম (কেটিএফ) বিদায়ী কমিটির সিনিয়র সহ সভাপতি শিল্পী আবুল হাসেমের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক মশিউর রহমান কায়েসের সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে চন্দ্রাবতী থিয়েটার এর সভাপতি মীর আশরাফুল হক চঞ্চলকে সভাপতি এবং প্রতিধ্বনি থিয়েটারের সভাপতি আবু জাবিদ ভুঞা সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক বাঙালী ঐতিহ্য মঞ্চের আসলামুল হক আসলাম ও জলছবি সাংস্কৃতিক পরিবারের বিপুল মেহেদী।
আমার বাংলা সাংস্কৃতিক সংস্থার মাহবুবুর রহমান অর্থ সম্পাদক,মেঘদূত সাংস্কৃতিক সংঘের নাজমুল করিম রুয়েল, সাংগঠনিক সম্পাদক। নৃত্যাঙ্গন একাডেমীর সুব্রত চন্দ্র দে টুনটুন অনুষ্ঠান বিষয়ক সম্পাদক, মুক্তধরা সাংস্কৃতিক পরিবারের দেবাশীষ সাহা আকাশ, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক, মেঘদূত সাংস্কৃতিক সংঘের সাইমন আহমেদ সায়েম দপ্তর সম্পাদক, মুক্তধারা সাংস্কৃতিক পরিবারের সাদিয়া খান মিল্কী প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন আমরা ক’জন নাট্য গোষ্ঠীর হেলাল উদ্দীন খান বাবুল, সংস্কৃতি মঞ্চের জিয়াউর রহমান, এপার ওপার নাট্য গোষ্ঠীর মতিউর রহমান, শিকড় নাট্য সম্প্রদায়ের মাজহারুল আলম ভুঞা,মসুবর্ণ কথনের বাসিরুল আমীন, প্রতিধ্বনি থিয়েটারের মিজানুর রহমান রাতুল।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।