কিশোরগঞ্জ পিটিআই’তে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শাফায়েত নাজমুল,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ পিটিআই’তে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দুপুরে কিশোরগঞ্জ পিটিআই ইনস্টিটিউটের সভাকক্ষে কেক কেটে যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করা হয়েছে ৷
তিন দিনব্যাপী শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ এর শিক্ষকবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন ৷ অনুষ্ঠানে সকল শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয় ৷
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোঃ রেজাউর রহমান ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শামসাদ জাহান ও সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইদা রুবায়াত ৷
এছাড়া ও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন প্রশিক্ষণার্থী শিক্ষক উপস্থিত ছিলেন ৷ অনুষ্ঠানে শিক্ষকরা তাদের মান উন্নয়নের জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানান৷
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।