নিজস্ব প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ ও ৬ আসন থেকে বেসরকারীভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান দুই সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক ও নাজমুল হাসান পাপন।
তার মধ্যে কিশোরগঞ্জ ৪ আসনে নৌকা প্রতীকে রেজওয়ান আহমেদ তৌফিক পেয়েছেন ২ লাখ ৮ হাজার ৭৩৮ ভোট এবং ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট পেয়ে
নাজমুল হাসান পাপন বেসরকারিভাবে নির্বাচিত হন।
তাদের দুই প্রার্থীদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রায় সবাই জামানত হারিয়েছেন বলে জানা যায়।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই। নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী এই নির্বাচনে ভোট পড়েছে ৪০ শতাংশ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।