মুহাম্মদ কাইসার হামিদ, বিশেষ প্রতিনিধিঃ
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১জুলাই) দুপুরে শুরুতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন লিটন ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্স পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন লিটন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লিপি আক্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শরীফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফরুক, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন, গত ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ।
আলোচনা সভা সঞ্চলনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।