মুহাম্মদ কাইসার হামিদ, বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার ছয়সূতী খেলার মাঠে ছয়সূতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে
রমজান ও তাকওয়া শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুহাম্মদ রমজান আলী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাও. মুহাম্মদ রফিকুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মসিউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজি মুহাম্মদ সাইফুল্লাহ, ভৈরব উপজেলা জামায়াতের আমির কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাও. মো. কবির হোসাইন, কুলিয়ারচর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. মুহাম্মদ মাহবুবুর রহমান আবেদী ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ ফাহিম।
অন্যান্যদের মধ্যে এডভোকেট সৈয়দ মহিউদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি শাকিল আহমদ, খিলাফত মাজলিসের রামদী ইউনিয়ন শাখার সভাপতি মাও. মুজিবুর রহমান, কুলিয়ারচর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ ও ইসলামী আন্দোলন (চরমোনায়) সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহন করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।