মুহাম্মদ কাইসার হামিদ, বিশেষ প্রতিনিধিঃ
“সাংগ্রামের অভিযাত্রায় বাংলার মাটি ও মানুষের সাথে ৪৫ বছর,,,,” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলেচনা সভায় উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর পৌর বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহ আলম, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন খান শাহজাহান ও পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. বাচ্চু মিয়া। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা। করেন, উপজেলা উলামা দলের সভাপতি দ্বীন ইসলাম।
দোয়া শেষে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতৃবৃন্দ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।