মুহাম্মদ কাইসার হামিদ,বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের প্রখ্যাত সুফি সাধক হযরত মৌলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গাউস পাক (রহঃ) এর মাজার পরিচালনা কমিটি নিয়ে এলাকায় গুনগুন গুনজন ছড়িয়ে পড়েছে। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় বইছে এবং টান টান উত্তেজনা বিরাজ করছে।
বর্তমান কমিটির পক্ষ ফের মাজার কমিটিতে টিকে থাকার জন্য প্রতিবাদ সভাসহ বিক্ষোভ করেছেন। তারা দাবী করছেন মাজার পরিচালনা কমিটির মেয়াদ শেষ না হতেই কমিটির নিয়ম নীতির তোয়াক্কা না করে রাতের আধাঁরে অবৈধভাবে একটি কমিটি ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে একটি মহল।
এর প্রতিবাদে মাজার পরিচালনা কমিটির বর্তমান সাধারণ সম্পাদক মো. তারেক আজিজ খান ইকবাল ও তার পক্ষের স্থানীয় লোকজন গত ১৬ সেপ্টেম্বর বিকালে মাজার সংলগ্ন মামুন সুপার মার্কেটের সামনে প্রতিবাদ সভা করেন।
সভা শেষে মামুন সুপার মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মাজার এলাকা প্রদক্ষিণ শেষে পূনরায় মামুন সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ করে। মিছিলে বিক্ষোভকারীরা স্লোগান দেয় “ইকবাল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “ইকবাল ভাই এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে”।
এ ব্যাপারে ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক কাসেম সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১২ থেকে ১৫ বছর ধরে বর্তমান কমিটি মাজার পরিচালনা করে আসছেন। তাদের মধ্যে বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে। অত্র মাজারের উন্নয়নের ধারা ব্যহত হচ্ছে।
শক্তিশালী কমিটি থাকা সত্ত্বেও গত ২০২১ সালের ডিসেম্বর মাসে ৫,৬ ও ৭ তারিখ ৩ দিন ব্যাপি ওরস চলাকালীন হুজুর পাকের হাজার হাজার ভক্তবৃন্দ ও আশেকান লাঞ্চিত এবং হয়রানির শিকার হতে হয়েছে।
আমি কাসেম যদি তাদের কমিটিতে সাধারণ সম্পাদক পদে থাকতাম ততক্ষণাৎ পদত্যাগপত্র দাখিল করে পদ থেকে সরে দাঁড়াতাম।
তিনি আরো বলেন, আমাদের কমিটি সঠিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগোচ্ছে। আমাদের কমিটি অবৈধ কমিটি হওয়ার কোনো সুযোগ নেই। আমি আমার পক্ষ থেকে এধরনের উক্তি বা ভাষা ব্যবহারকারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।