বিশেষ প্রতিনিধিঃ
এই প্রথম কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার(১ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক কর্মী সভায় এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
এ সময় মো. মনির হোসেনকে আহ্বায়ক, মো. মামুনুর রশিদ ও মো. সুজন মিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং মো. নয়ন মিয়া, মো. জয়নাল মিয়া, হরিপদ দাস, আল মামুন, অভিনাশ বর্মন, ও জামাল মিয়াকে সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করার সাথে সাথে নবগঠিত কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয় উপজেলার মৎস্যজীবীরা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জহির রায়হান জজ, জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল, আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামাল, সাবেক ছাত্রলীগ নেতা মো. সোহাগ মিয়া, কুলিয়ারচর জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো.আনিসুর রহমান সোহেল, কুলিয়ারচর পৌরসভার সাবেক কমিশনার মো. আতিকুর রহমান পরশ, যুবলীগ নেতা মো. কামাল মিয়া, যুবলীগ নেতা শাহাবাজ আহমেদ রুবেল, যুবলীগ নেতা হিমেল মিয়া ও ছাত্রলীগ নেতা রবিনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কিশোরগঞ্জ জেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান মুছা।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।