1. admin@haortimes24.com : admin :
কোথায় আমাদের বিবেকবোধ-মতামত কলাম- হাওর টাইমস ২৪
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিনে মুক্তির খুশিতে মদ পান-আ.লীগ নেতার নৃত্যের ভিডিও ভাইরাল দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত! কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ড্যাবের রক্তদান ও আলোচনা সভা কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলামের ইন্তেকাল কিশোরগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইনে সাড়ে তিন হাজার টাকা জরিমানা ও ৭ টি হাইড্রোলিক হর্ন জব্দ ভৈরবে শিক্ষক হেনেস্তাকারী যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
শিরোনাম
জামিনে মুক্তির খুশিতে মদ পান-আ.লীগ নেতার নৃত্যের ভিডিও ভাইরাল দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত! কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ড্যাবের রক্তদান ও আলোচনা সভা কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলামের ইন্তেকাল কিশোরগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইনে সাড়ে তিন হাজার টাকা জরিমানা ও ৭ টি হাইড্রোলিক হর্ন জব্দ ভৈরবে শিক্ষক হেনেস্তাকারী যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কোথায় আমাদের বিবেকবোধ—————–মতামত কলাম—————-

  • প্রকাশ কাল বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩১ বার পঠিত হয়েছে

এই দৃশ্য কল্পনা করুন-একজন বয়স্ক মানুষ, যিনি একজন মুক্তিযোদ্ধা, যিনি একসময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, যিনি সরকারি চাকরিতে নিযুক্ত ছিলেন দেশ ও জনগণের সেবায়-আজ রাস্তায় দাঁড়িয়ে আছেন গলায় জুতার মালা ঝুলিয়ে। তাঁর চোখে অপমান, তাঁর শরীরে আতঙ্ক, আর চারপাশে রক্তচক্ষু নিক্ষেপকারী জনতা।

এ দৃশ্য কেবল একজন নূরুল হুদার অপমান নয়, এটি আমাদের বিবেকের, আমাদের রাষ্ট্রচিন্তার, আমাদের মানবিক চেতনাবোধের গভীর অপমান। এ দৃশ্য আমাদের সবাইকে রক্তাক্ত করে।

কে এম নূরুল হুদা-২০১৮ সালের জাতীয় নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। হ্যাঁ, আমরা জানি সে নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। ক্ষমতার ধারক-বাহকেরা সেই নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে রুদ্ধ করেছিল, ভোটাধিকারকে নিয়ন্ত্রণে নিয়েছিল, আর নির্বাচন কমিশন ছিল সেই যন্ত্রের অন্যতম চাকা।

কিন্তু প্রশ্ন হলো, একজন আমলার গলায় জুতার মালা ঝুলিয়ে আমরা কোন সভ্যতাকে সামনে এগিয়ে নিচ্ছি? বিচারপ্রার্থী এক সমাজ যদি নিজেই বিচারের কাঠগড়ায় দাঁড়ায়, তাহলে ন্যায় কোথায়, মানবতা কোথায়, রাষ্ট্র কোথায়?

আমরা যারা আবেগে ভেসে গেছি, যারা এই দৃশ্য দেখে একটু-আধটু প্রশান্তিও পেয়েছি-আমরা আসলে সমাজকে কি আরও অস্থির, আরও প্রতিহিংসাপরায়ণ করে তুলেছি না? এই অমানবিকতা একবার শুরু হলে আর থামে না। আজ হুদা, কাল হয়তো আরেকজন। আজ একজন ‘পাপী’ প্রমাণিত, কাল হয়তো আপনি বা আমি-কারণ আমরা হয় ভুল পক্ষের হয়ে ছিলাম অথবা যথাসময়ে নীরব ছিলাম।

আমরা ভেবেছিলাম, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের বিকল্প রাজনীতির ভিত্তি গড়ে তুলবে। কিন্তু আমরা মনে রাখিনি যে ইতিহাস কেবল শুদ্ধ আত্মত্যাগে চলে না-এটি ছিনতাই হয়ে যায়, বিকৃত হয় এবং ক্ষমতা লোভীদের হাতে বন্দী হয়। আজ কি তেমন অবস্থা দেখছি?

কেউ একদিন রাষ্ট্রের নির্দেশ পালন করলে, পরদিন যদি তাঁকে রাস্তায় অপমানিত হতে হয়, তাহলে আজ যারা বর্তমান ক্ষমতাসীনদের নির্দেশে কিছু করবে, তারাও কি একদিন গণপিটুনির শিকার হবে?

তাই এখন প্রশ্ন একটাই: আমরা কি ন্যায় চাই, নাকি প্রতিশোধ? আমরা কি বিচার চাই, নাকি খণ্ড খণ্ড লাঞ্ছনা? আমরা কি সভ্য রাষ্ট্র চাই, নাকি আবেগনির্ভর এক কুৎসিত আগামী?

যদি সত্যিই কেউ অপরাধী হয়-তাকে আদালতে দাঁড় করানো হোক। যুক্তি, প্রমাণ, আইন ও মানবিক মর্যাদার ভিত্তিতে বিচার হোক। যদি আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, তবে আমাদের বিচারব্যবস্থার ওপর আস্থা রাখতে হবে, তাকে সংস্কার করতে হবে, কিন্তু পায়ে পিষে মারার সংস্কৃতি গড়ে তোলা যাবে না।

একজন নূরুল হুদার অপমান, একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা আমাদের ইতিহাসকে কলঙ্কিত করেছে। আমরা যদি ইতিহাসের দায় নিতে পারি, তবে এই অপমানের প্রেক্ষাপটেও আমাদের মানবিক অবস্থান নিতে হবে। আজ যদি কেউ অপমানিত হয়, কাল সেই অপমান আপনার ঘরে আসতে পারে। আসুন, আমরা সভ্য হই। সাহসী হই। কিন্তু যেন কিছুতেই ন্যায়ভ্রষ্ট না হই।

 

দৈনিক আজকের পত্রিকার সম্পাদকীয় মতামত থেকে নেয়া।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST