**ক্ষমতার লাঠি**
মোঃ জামাল উদ্দিন
পুঁজিপতি ধনী যারা
আরও টাকা চায়,
দানের বেলা কৃপণ তারা
করে হায় হায়।
বাংলাদেশের মধ্যবৃত্ত
বড় অসহায়,
আতঙ্কতে দিন কাটায়
প্রাণটা বুজি যায়।
গরীব গুলি পাগলের মত
ঘুরে পাড়াময়,
পেটের জ্বালা নিবারনে
সব অপমান সয়।
শাসক বলে মিথ্যা কথা
শোষণ করার লোভে,
বাংলাদেশের জনগণ
আছে অনেক ক্ষোভে।
জ্ঞানী লোক লুকিযে থাকে
লজ্জা পাওয়ার ভয়ে,
মূর্খ লোক ভাষন দেয়
ক্ষমতার লাঠি লয়ে।
বাংলাদেশের এমন চিত্র
কখন হবে শেষ,
আনন্দেতে ভাসবে মানুষ
সুখে রবে বেশ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।