এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
গোপালগঞ্জে এনসিপি কেন্দ্রীয় নেতাদের উপর হামলার ঘটনার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে ব্লকেড দেয় বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী এনসিপি নেতাকর্মীরা।
আজ বুধবার সন্ধ্যায় এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভৈরব দুর্জয় মোড়ে সন্ধ্যা ৭টায় ব্লকেড দেয় এবং সাড়ে ৭টায় ব্লকেড খুলে দেন।
এ বিক্ষোভের নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভৈরবের মুখ্য সমন্বয়ক শরীফুল হক জয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) ভৈরব উপজেলা কমিটির আহবায়ক মোহাম্মদ কাইজার, সদস্য সচিব মোহাম্মদ সোহেল, মুখপাত্র মেহেদী হাসানসহ দলটির সদস্য আরকে রিসান কবির, ইফতি শিকদার শাহরুখ প্রমুখ।
এসময় তারা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয় এবং গোপালগঞ্জে এনসিপি’র নেতাকর্মীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।