1. admin@haortimes24.com : admin :
জাতীয় নির্বাচনে যে দায়িত্ব প্রদান করবে সে দায়িত্ব পালনের সক্ষমতা ও প্রস্তুতি পুলিশের রয়েছেঃ আইজিপি (হাওর টাইমস) - হাওর টাইমস ২৪
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে প্রতিধ্বনি থিয়েটারের বীরাঙ্গনা সখিনা মঞ্চায়ণ ভৈরবে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অষ্টগ্রামে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত ভৈরবে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২০ হাজার টাকা জামিনে মুক্তির খুশিতে মদ পান-আ.লীগ নেতার নৃত্যের ভিডিও ভাইরাল দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত!
শিরোনাম
কিশোরগঞ্জে প্রতিধ্বনি থিয়েটারের বীরাঙ্গনা সখিনা মঞ্চায়ণ ভৈরবে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অষ্টগ্রামে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত ভৈরবে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২০ হাজার টাকা জামিনে মুক্তির খুশিতে মদ পান-আ.লীগ নেতার নৃত্যের ভিডিও ভাইরাল দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত!

জাতীয় নির্বাচনে যে দায়িত্ব প্রদান করবে সে দায়িত্ব পালনের সক্ষমতা ও প্রস্তুতি পুলিশের রয়েছেঃ আইজিপি (হাওর টাইমস)

  • প্রকাশ কাল শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৮৫ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, নির্বাচনকালীন সময়ে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে থেকে দায়িত্ব পালন করে থাকে। আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন বাংলাদেশ পুলিশকে যে দায়িত্ব প্রদান করবে সে দায়িত্ব পালনের সক্ষমতা ও প্রস্তুতি পুলিশের রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ প্রায় দেড়শ বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। অতীতেও নির্বাচনকালে বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করেছে। আগামীতেও বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

আইজিপি শনিবার (২৯ এপ্রিল) সকালে সিলেট জেলা পুলিশ লাইনস মিলনায়তনে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও সিলেট জেলা পুলিশের আয়োজনে সিলেটে কর্মরত অফিসারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সফলভাবে দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের জনবল, প্রশিক্ষণ এবং সক্ষমতা রয়েছে। বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত।

আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নীতির আলোকে বাংলাদেশ পুলিশের সকল সদস্য, প্রশাসন, জনপ্রতিনিধি, জনগণ, গোয়েন্দা সংস্থাসহ সকলে মিলে আমরা একযোগে কাজ করেছি। এর ফলে আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাস সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা মোকাবেলা করার প্রস্ততি এবং সক্ষমতা আমাদের রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলার বিষয়ে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বাংলাদেশে পর্যটন খাত বিকশিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ট্যুরিস্ট পুলিশ গঠন করে দিয়েছেন। পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম রয়েছে। দেশী-বিদেশী পর্যটকদের নিরাপত্তায় আগামীতে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম আরও বাড়ানো হবে।

মতবিনিময় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইলিয়াস শরীফ, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, এপিবিএন’র ডিআইজি শাহ মোঃ আবিদ হোসেন, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, রেঞ্জাধীন জেলার পুলিশ সুপারগণ এবং রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে আইজিপি ৭ এপিবিএন এবং আরআরএফ এর চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST