অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন আগামী ১এপ্রিল থেকে শুরু হবে,চলবে ১৫মে পর্যন্ত।
বৃহস্পতিবার(২৪মার্চ)রাতে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এক অফিস আদেশ থেকে এ তথ্য জানানো হয়।এতে স্বাক্ষর করেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা।
আদেশে বলা হয়,জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের বয়স ১জানুয়ারি ১১বছরের বেশি হতে হবে।ঢাকা বোর্ড থেকে পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে।নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে দায় বর্তাবে প্রতিষ্ঠানের প্রধানদের ওপর।
এতে আরও বলা হয়,বোর্ড থেকে অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থী পার্শ্ববর্তী বা কাছের অনুমোদিত নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল অথবা স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত(OMES/eSIF)বাটনে ক্লিক করে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য দিতে হবে।
রেজিস্ট্রেশনে নির্ধারিত ফি ৭৪টাকা।এর মধ্যে মূল রেজিস্ট্রেশন ফি ৫০টাকা এবং রেড ক্রিসেন্ট ফি ২৪টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।