বিশেষ প্রতিনিধি:
সিলেট জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার (২২ জানুয়ারী) বিকেলে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই বিক্ষোভ ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল শাফি।
সমাবেশে বক্তারা বলেন, সিলেট জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার, ভাংচুর ও অগ্নিসংযোগ কারিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। দুষ্কৃতিকারিদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি প্রদানের আহবান জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল শাফি, আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ মিঠুন, ডাঃ মোহাম্মদ আলী ও নার্সিং সুপার ভাইজার মনোয়ারা বেগম, পরিসংখ্যানবিদ মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
এসময়, হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, গত শনিবার (২০ জানুয়ারি) রাতে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে মৃত ঘোষণা করায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণ, হাসপাতাল, এ্যাম্বুলেন্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।