কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ডিবি পুলিশ অভিযান চালিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে।
সোমবার (১৩ নভেম্বর) বিকাল সোয়া ৬টার সময় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি) ফারুক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় অষ্টগ্রাম থানাধীন বাঙ্গালপাড়া চকবাজারের নৌকাঘাটে বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের পূর্বে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে আসামি মো: জিবন ওরফে মাসুম (২৭), পিতা-মো: নাছির মিয়া, সাং-শ্রীঘর (ফকিরবাড়ী), মো: ওয়াসিম মিয়া (৩০), পিতা-মৃত অলি মিয়া, সাং-শ্রীঘর (কোনাবাড়ি), উভয় থানা-নাসিরনগর,জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে। এসময় আসামিদের হেফাজতে থাকা সর্বমোট ৮ (আট)কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৮.৩৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে।
এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।