এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি:
নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অস্ত্রের মুখে তুলে নেয়ার পাঁচঘন্টা পর দুই লাখ টাকার বিনিময়ে রাত দশটায় ডিবি পুলিশের হাত থেকে ছাড়া পায় আমির হোসেন নামে এক মুদি দোকানদার।
এঘটনার অভিযোগ পেয়ে রাতেই কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নির্দেশে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার বিষয়টি তদন্তে ঘটনাস্থলে যায়।
সংবাদ প্রকাশের পর আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্ত ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেনকে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে।
গত সোমবার কিশোরগঞ্জের ভৈরবের মানিকদী নতুন বাজার এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভুক্তভোগী আমির হোসেন উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটি গ্রামের মৃত আঙ্গুর মিয়ার পুত্র।
ভুক্তভোগী মুদি দোকানদার আমির হোসেন অভিযোগ করেন, ৭ এপ্রিল সোমবার বিকেল আনুমানিক ৫টায় মানিকদী নতুন বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছয় সাত জনের ডিবি পুলিশের একটি টিম সিভিলে উপস্থিত হয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ইজিবাইকে তুলে কিছুদূর গিয়ে সাদা রঙের একটি হায়েস মাইক্রোবাসে তুলে ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে নিয়ে যায় কুলিয়ারচর দাড়িয়াকান্দি স্টীল ব্রিজ এলাকায়।
সেখানে গাড়ির ভিতরে তাকে মারধর করে ইয়াবা ট্যাবলেট দিয়ে মামলা দেয়ার হুমকি দেয়া হয়। এসময় কিশোরগঞ্জ ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন (৪৮) ও এসআই ইসমাইল (৪৫) সহ আরো ৫জন ছিলেন বলে ভুক্তভোগী আমির হোসেন ও প্রত্যক্ষদর্শী জামাল মিয়া জানান।ঘটনার দিন বিকেল ৫টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অস্ত্রেরমুখে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবং রাত ১০টায় দাবিকৃত টাকা পাওয়ার পর আমির হোসেনকে ছেড়ে দেয় ডিবি।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আজ বুধবার দুপুরে অভিযুক্ত ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও এঘটনার সাথে অন্যদেরও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।