নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ থেকে প্রকাশিত “দৈনিক কিশোরগঞ্জ”র আয়োজনে “বস্তুনিষ্ট সংবাদ প্রচার-পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকতা ও ভবিষ্যত পরিকল্পনা শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে দশটায় দৈনিক কিশোরগঞ্জ এর বর্তমান কার্যালয় ফার্মের মোড় সংলগ্ন আনোয়ারা ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও নতুন আঙ্গিকে পাঠকের হাতে দৈনিক কিশোরগঞ্জ পৌঁছে দিতে দৈনিক কিশোরগঞ্জ এর সম্পাদক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক কিশোরগঞ্জ এর বার্তা সম্পাদক খায়রুল ইসলাম, কিশোরগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক হাকীম ফজলুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে’র জেলা শাখার সভাপতি মোঃখায়রুল ইসলাম ভূইয়া, আসাদুজ্জামান খান লিপন, রফিকুল হায়দার টিটু, মাইনুল হক মেনু, নজরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, আসাউজ্জামান জুয়েল প্রমূখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।