নরসিংদী প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারী) বিকেলে আয়ূবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ এর সভাপতিত্বে এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লাকে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তি উদ্যোগে নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি সদস্য আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন আঙ্গুর মৃধা, আবদুল হাই মাস্টার, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।