নিকলী প্রতিনিধিঃ
বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পূনঃ একএীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ জুন) বিকাল ৩ টায় নিকলী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার, পাপিয়া আক্তার।
প্রধান অতিথি হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের প্রকল্প পরিচালক ও যুগ্ন সচিব সৌরেন্দ্র নাথ সাহা, বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ নিকলী থানা এস এম শাহাদত হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন ওয়েল ফেয়ার সেন্টার কিশোরগঞ্জের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শফিকুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান চৌধুরী, সাংবাদিক পরিষদের সভাপতি শাহ মোঃ সারওয়ার জাহান প্রমূখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।